শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়া

উখিয়ায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

Oplus_0

উখিয়ায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

জসিম আজাদ, উখিয়া (কক্সবাজার) থেকে :
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী এলাকায় ইয়াসমিন আক্তার নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার(২০ নভেম্বর) সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মায়ের সাথে অভিমান করে ইয়াসমিন আক্তার (১৬) নিজবাড়ীতে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস জানান, সন্ধ্যা ৬টার দিকে উখিয়া থানার ডিউটি অফিসারের মাধ্যমে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর