শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালী

মহেশখালীতে যুবলীগ নেতা মিন্টু মেম্বার গ্রেপ্তার

মহেশখালীতে যুবলীগ নেতা মিন্টু মেম্বার গ্রেপ্তার

নুরুল করিম, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার পুলিশ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত মিন্টু ফকিরাঘোনা গ্রামের মৃত মাওলানা আবুল হার-এর ছেলে।

তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি কক্সবাজারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, “বড় মহেশখালী নতুন বাজার এলাকা থেকে জিল্লুর রহমান মিন্টু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


সম্পর্কিত খবর