বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়া

প্রধান নির্বাচন ক‌মিশনার হলেন কুতুব‌দিয়ার এ,এম,এম না‌সির উ‌দ্দিন

প্রধান নির্বাচন ক‌মিশনার হ‌লেন কুতুব‌দিয়ার এ,এম,এম না‌সির উ‌দ্দিন

এম, এ মান্নান,কুতুব‌দিয়া:

বাংলা‌দেশর সরকা‌রের প্রধান নির্বাচন ক‌মিশনার হি‌সে‌বে নি‌য়োগ পে‌লেন কক্সবাজা‌রের কুতুব‌দিয়া উপ‌জেলার কৃ‌তি সন্তান অবসরপ্রাপ্ত সা‌বেক স‌চিব এ,এম,এম না‌সির উ‌দ্দিন।
বৃহস্প‌তিব‌ার (২১ ন‌ভেম্বর) বাংলা‌দেশ সরকা‌রের মহামান‌্য রাস্ট্রপ‌তির সদয় আ‌দেশক্রমে মন্ত্রী প‌রিষদ বিভা‌গের স‌চিব ড: শেখ আব্দুর রশীদ স্বাক্ষ‌রিত প্রজ্ঞাপ‌নে এ নি‌য়োগ জা‌রি করা হ‌য়ে‌ছে।

এ,এম, এম না‌সির উ‌দ্দিন সা‌বেক জোট সরকা‌রের খ‌নিজ ও জ্বালানী,তথ‌্য,স্বাস্থ‌্য স‌চিবসহ বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ দা‌য়ি‌ত্ব পালন শে‌ষে অবস‌রে যান।
তি‌নি কুতুব‌দিয়ার বড়‌ঘোপ ঐ‌তিহ‌্যবা‌হি মৌলভী বা‌ড়ির রত্নগর্ভা প‌রিবা‌রের সন্তান।
তার পিতা মরহুম মাস্টার তা‌লেব উল্লাহ ছি‌লেন কক্সবা‌জেরর অন‌্যতম শিক্ষাগুরু।


সম্পর্কিত খবর