পাচারের অপেক্ষায় থাকা
৩০ রোহিঙ্গা উদ্ধার
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :
পাচারের অপেক্ষায় থাকা ৩০ রোহিঙ্গা ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ভিকটিমের মধ্যে ১৫ জন পুরুষ , ৩ জন মহিলা , ৭ জন ছেলে শিশু ও ৫ জন মেয়ে শিশু।
১৪ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০ টার সময় টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী এলাকার সাইফুল এর বসত বাড়ি হতে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
১৪ ডিসেম্বর সকাল সোয়া ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় , টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী এলাকায় মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে কিছু লোককে আটক করে রেখে মুক্তিপণ দাবী করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক টেকনাফ থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ কামাল হোসেন তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী গ্রামের সাইফুল এর বসত বাড়ির সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন লোক দৌঁড়ে পালিয়ে যায় এবং সাইফুল এর বসত বাড়ি হতে নারী, পুরুষ ও শিশুসহ সর্বমোট ৩০ জন ভিকটিমকে উদ্ধার করেন। এরা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমারের ব্যস্তুুচ্যুত মুসলিম নাগরিক।
এ বিষয়ে পলাতক আসামীদের নাম-ঠিকানা সংগ্রহ সহ উক্ত ঘটনার বিষয়ে এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.