বিজিবি'র ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টেকনাফ ভিশন ডেস্ক :
আজ (৩১ ডিসেম্বর ২০২৪) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবি’র ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল(অব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক বাহারুল আলমসহ চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা অঞ্চলের সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবীন সৈনিকদের শপথ গ্রহণ এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। তিনি ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিজিবি’র ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরউত্তম, ৩২ জন বীরবিক্রম এবং ৭৮ জন বীরপ্রতীকসহ ৮১৭ জন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি’র অসামান্য ভূমিকা রয়েছে।”
তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, “শৃঙ্খলা, সততা, বুদ্ধিমত্তা ও কর্তব্যনিষ্ঠাই সৈনিকের প্রকৃত পরিচয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি’র প্রতিটি সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করবে।” তিনি বিজিবি’র মূলনীতি- ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’ অনুসরণ করে দেশের প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানান।
প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ১০২তম রিক্রুট ব্যাচের সেরা রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী বক্ষ নম্বর-১৯৩ রিক্রুট (জিডি) মোহাম্মদ নাঈম মন্ডল, শারীরিক উৎকর্ষতা (মহিলা) বিষয়ে ১ম স্থান অধিকারী বক্ষ নম্বর-৭৪৩ সিপাহী রুবাইয়া আক্তার এবং ফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট বক্ষ নম্বর-২৫৫ সিপাহী আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠান শেষে নবীন সৈনিকদের চৌকস দল কর্তৃক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশস্ত্র সালামের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর বিজিবি’র প্রশিক্ষিত সদস্যদের আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং সুসজ্জিত বাদকদল কর্তৃক মনোমুগ্ধকর ব্যান্ড ডিসপ্লে প্রদর্শিত হয়।
উল্লেখ্য, ১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩০ জুলাই ২০২৪ তারিখে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-তে শুরু হয়। ২৩ সপ্তাহব্যাপী কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ শেষে ৬৯৫ জন রিক্রুট (৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী) সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আজ শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2025 Teknafvision.com. All rights reserved.