রোহিঙ্গা ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার: টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের পাহাড় থেকে মোহাম্মদ শরিফ (২০) নামের এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকের আবদুল কুদ্দুসের ছেলে।
ডাকাতের মরদেহ উদ্ধারের খবরে নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছে সাধারণ রোহিঙ্গারা।
মোহাম্মদ শরিফ রোহিঙ্গা ডাকাত সর্দার শফি গ্রুপের সদস্য। যার বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৪ (জানুয়ারী) মঙ্গলবার বিকাল ৪ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, পাহাড়ের একটি ঝোপের পাশে মরদেহটি মাটি চাপায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিক অবস্থায় সপ্তাহ আগে শরীফকে হত্যা করে মাটি চাপায় দিয়েছে বলে মনে হচ্ছে। রোহিঙ্গাদের ডাকাত চক্রের বিরোধের জের ধরে অপর পক্ষ বা নিজের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে শরীফ ডাকাতের মরদেহ উদ্ধারের খবরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছে রোহিঙ্গারা।
বিষয়টি নিশ্চিত করেছে হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী। তিনি জানান, শরীফের অত্যাচারে স্বয়ং রোহিঙ্গারাও অসহায় ছিল। তার মরদেহ পাওয়া খবরে স্বস্তিতে রোহিঙ্গারা এমন উল্লাস প্রকাশ করেছেন।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2025 Teknafvision.com. All rights reserved.