সেন্টমার্টিনে অগ্নিকাণ্ড:
তিনটি ইকো-রিসোর্টের ২৬ টি কক্ষ পুড়েছে
আরজিনা বেগম, সেন্টমার্টিন :
সেন্টমার্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্বীপের তিনটি ইকো-রিসোর্টের ২৬ টি কক্ষ পুড়ে গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) ভোররাত সোয়া ২টার সময় দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংশুক ও সাইরী ইকো রিসোর্টে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টে মালিকদের বরাত দিয়ে তিনি জানান, মধ্যরাতে সেন্টমার্টিনে পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরী ইকো রিসোর্টের (রিসিপশন) অভ্যর্থনা কক্ষে মাল্টিপ্লাগে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে পার্শ্ববর্তী বিচ ভ্যালির ১৮টি, কিংশুকের ৭টি এবং সাইরী ইকো-রিসোর্টের (রিসিপশন) অভ্যর্থনা কক্ষসহ সর্বমোট ২৬টি কক্ষ পুড়ে যায়।
শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি হওয়ায় মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে যায় বিচ ভ্যালি ইকো-রিসোর্টে। এক পর্যায়ে বিচ ভ্যালিসহ পাশের কিংশুক ইকো-রিসোর্টেও
আগুন ছড়িয়ে পরে। সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং আগত পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় ভোররাত প্রায় ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।
বিচ ভ্যালি ইকো-রিসোর্টে ঢাকা থেকে বেড়াতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি জানান, আগুনের সূত্রপাতের সময় অধিকাংশ পর্যটক রিসোর্টের বাইরে ছিলেন। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এতে অধিকাংশ পর্যটকের মালামাল পুড়ে গেছে। কটেজ গুলোতে আগুন নিয়ন্ত্রণের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় সবগুলো কক্ষই পুড়ে ছাই হয়ে যায়।
দ্বীপের বাসিন্দা ও সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, "প্রথমে সাইরী ইকো রিসোর্টে থেকে আগুন লাগে। পরে সেখান থেকে আরও দুটি রিসোর্টে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।"
কিংশুক ইকো রিসোর্টে মালিক সরওয়ার আলম বলেন, " আমার বউ-বাচ্চা নিয়ে অনেক দিন পরে সেন্টমার্টিন এসেছি। আমার সন্তানদের সামনে আমার তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে গেছে। আমার সবকিছুই শেষ হয়ে ।"
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2025 Teknafvision.com. All rights reserved.