কক্সবাজার জেলার কুতুবদিয়ার বহির্নোঙরে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ নামের জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
রোববার (১৩ অক্টোবর) রাত ১ টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শিপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতায় রয়েছে কোস্টগার্ড।
নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছি। বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখছি।’
এর আগেও গত ৫ অক্টোবর বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে অবস্থানরত ‘ওটি বাংলার সৌরভ’ নামক একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। চার্লি এঙ্করেজ নামক আউটারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজে এ ঘটনা ঘটেছিলো।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.