শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : নিউমার্কেটে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাউসার আর নেই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সাড়া দিয়ে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অংশ নিতে গিয়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেলে আহত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র কাউসার মাহমুদ (২২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কাউসার মাহমুদের পিতা আব্দুল মোতালেব। তিনি জানান, ‘আগামীকাল (সোমবার) সকালে জাতীয় শহীদ মিনারে কাউসারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামের কমার্স কলেজ রোডের বাসায় নিয়ে আসা হবে।’

জানা গেছে, জুলাই বিপ্লবে আন্দোলনে যোগ দিয়েছিলেন গত ৩ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেলের আঘাতে মাটিতে লুঁটিয়ে পড়েন মাহমুদ। তখন ছাত্রলীগের বেধড়ক পিটুনিতে কিডনিতে আঘাত প্রাপ্ত হন। আগে থেকে একটি কিডনি নষ্ট ছিলো কাউসারের। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় চট্টগ্রামের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করে চিকিৎসা চলাকালে রোববার রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কাউসার মাহমুদ।

কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবিএ ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিজ জেলা লক্ষীপুর। সে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে।

আব্দুল মোতালেব নগরের চট্টগ্রাম কর্মাস কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন। মোগলটুলীতে মুদির দোকান রয়েছে তাঁর।


সম্পর্কিত খবর