বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

অল্প সময়ের মধ্যেই নির্বাচন: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা, কঠিন চীবন দান অনুষ্ঠানে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেই সাথে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে অল্প সময়ের মধ্যেই নির্বাচন দেয়া হবে বলে জানান তিনি।

আজ সোমবার সকালে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, কিছু দুর্বৃত্ত সব ধর্মের লোকেদের মধ্যে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপসানালয়ে হামলা চালায়। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ধর্ম উপদেষ্টা।

তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ভারতের বুদ্ধ হয়ায় তীর্থ যাত্রায় যেতে চাই তাদের জন্য স্পেশাল ভিসার জন্য ভারতীয় হাই কমিশনারকে আহবান জানানো হয়েছে বলেও জানান তিনি। পাহাড় অশান্ত থাকলে সমতল শান্তিতে থাকতে পারে না।এজন্য সমতল ও পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার আপ্রান চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন।


সম্পর্কিত খবর