বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

মধ্যরাতে “জয় বাংলা” স্লোগান, গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে একদল তরুণ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। আদতে এরা কারা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১ টার পরে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” সহ বিভিন্ন স্লোগান দিয়ে এক মিছিল বের করে তারা। যার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগ মাধ্যমে।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী। তিনি জনান, আমরা সনাক্ত করছি। ১০-১২ জন তরুণ বিচ্ছিন্নভাবে সাড়ে ১২ পর থেকে নিরিবিলিতে থেকে ২-৩ মিনিট স্লোগান দিয়ে সরে পড়ে। আমরা ফেসবুকে দেখেছি আরকি। নানাভাবে কয়েক মিনিট স্লোগান দিয়ে সট করে অলিগলিতে ঢুকে পড়ে। আমরা একজনকে গ্রেফতার করছি। সে ৪ আগস্ট ছাত্র আন্দোলন বিরোধী হামলার ঘটনায় লিপ্ত ছিল।

তার নাম ঠিকানাসহ বিস্তারিত থানায় গিয়ে দিবেন বলেও জানান থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।


সম্পর্কিত খবর