শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত থেকে রনি দাস (৩২) নামে এক ভারতীয় নাগরিকেক আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ৪০ বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় একজন বাংলাদেশী সহযোগিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। মেজর আফিক হাসান আরও বলেন, গতকাল দুপুরের মাটিরাঙার খেদাছড়া ব্যাটালিয়নের শফিটিলা বিওপি এলাকায় বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় রনি দাসকে আটক করা হয়।

আটককৃত রনি দাস দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার ললিত দাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড ও আধার কার্ডের ছবি পাওয়া যায়।

এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৬০০ টাকা পাওয়া যায়। এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগি হিসেবে মাটিরাঙ্গায় বেলছড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।

এছাড়া সাইফুলের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।


সম্পর্কিত খবর