বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

বোয়ালখালীতে অতিরিক্ত মদপানে অপু বড়ুয়া (৫৭) নামের একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) উপজেলার চরখিদিরপুর ৯নং ওয়ার্ড বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত তড়িৎ কান্তি বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ ঘরে অতিরিক্ত মদপান করেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মারা যান।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু করা হয়েছে।


সম্পর্কিত খবর