মোঃএকরামুল হক, হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে পাঁচটি (দুই হাজার পাঁচশত মিটার) অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ অক্টোবর) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ভোর রাত ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন দুই হাজার পাঁচশত মিটারের ৫টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো.আমিনুল ইসলাম। আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ। অভিযান পরিচালনায় সাথে থেকে সহযোগিতা করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, এ হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.