মোঃএকরামুল হক চট্টগ্রাম, হাটহাজারী প্রতিনিধিঃ কল্যাণমুখী সমাজ বিনির্মানে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দ্বীন-দরদী সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আগামী ৩০, ৩১ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার ও ০১ নভেম্বর শুক্রবার ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) পৌরসভার মাদ্রাসা শপিং কমপ্লেক্সের ২য় তলায় সংস্থার প্রধান কার্যালয়ে বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতিবছরের ন্যায় এবারও হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০, ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর ৩দিনব্যাপী প্রতিদিন বেলা ২ টা থেকে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আমীরে হেফাজত মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী'র মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ..ফ.ম.খালিদ হোসেন, শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সহ আরো অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরাম ও ইসলামি স্কলারগণ মাহফিলে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী জসিম উদ্দিন, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মাওলানা হাফেজ ওসমান, মাওলানা নিজাম সাইয়িদ, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আনিস, মাওলানা আবুল হাশেম প্রমূখ।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.