বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

নাইক্ষ্যংছড়ির নতুন ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতাঃ পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী কর্মস্থলে যোগ দিয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) ইসমাত জাহান ইতু’র কাছথেকে নিজ দফতরের দায়িত্বভার বুঝে নেন। যোগদান শেষে সকালে তিনি উপজেলা প্রশাসনের সব সরকারি কর্মকর্তাদের ফুলেল শুভেচছায় সিক্ত হন।

মাজহারুল ইসলাম চৌধুরী ৩৫ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে বান্দরবানের আলীকদম উপজেলাসহ বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যান্ত দক্ষতা এবং সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।


সম্পর্কিত খবর