শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

নাইক্ষ্যংছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল এবং দোয়া মাহফিল

আনোয়ার হোছাইন নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতাঃ রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তরা বলেন, এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সেবক হতে হবে। অনুষ্ঠানে বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি ঘটনার নানা স্মৃতিচারণ ও ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মওলানা ইদুল আমিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাষ্টার আব্দুল গফুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী।

অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বান্দরবান জেলা জামায়াতের সহসভাপতি রফিক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসলাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোতাহারুল হক, উপজেলা জামায়াতের অফিস ও সাহিত্য সম্পাদক ও উপজেলা জামায়াতের মিডিয়া সভাপতি মাহমদুল হক বাহাদুর, উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল রহমান শামিম, উপজেলা জামায়াতের সাবেক ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সৈয়দ কাসেম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি হাফেজ আবু সোলতান আহমদ, উপজেলা জামায়াতের ব্যবসায়ী পরিষদের সভাপতি জাকের আহমদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মওলানা ফরিদুল আলম, জামায়াত নেতা ও সাংবাদিক মোঃ তৈয়ব উল্লাহ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে জামায়াত নেতা বদুরুল ইসলাম (বদু), মনির সিকদার, আজিজুল হক আজিজসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।


সম্পর্কিত খবর