বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

আমি জামায়াতের অমুসলিম শাখার সভাপতি ছিলাম না, বর্তমানেও নেই

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি হিসেবে প্রচার করায় এর প্রতিবাদ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আজ সোমবার ২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।

প্রতিবাদ লিপিতে গোবিন্দ প্রামাণিক বলেন, এ বিষয়ে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছি। সাইবার সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদ লিপিতে গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানান, আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, একটি সাইবার সন্ত্রাসীচক্র বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি হিসেবে আমার নাম ব্যবহার করে বিভিন্ন সোসাল মিডিয়ায় ব্যাপক প্রচার করছে। প্রকৃত পক্ষে আমি কখনোই জামায়াতে ইসলামী অমুসলিম শাখার সভাপতি বা কোন সদস্য ছিলাম না; এখনও নেই।

আমি কখনও জামায়াতে ইসলামীরও কোন সদস্য ছিলাম না; এখনো নাই। উপরন্তু আমি কখনই অন্য কোন রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক ছিলাম না; এখনও নেই। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি ধর্মীয় সামাজিক অরাজনৈতিক সংগঠণের প্রতিষ্ঠাতা মহাসচিব।

আমাকে সামাজিকভাবে হেয় করা, মান মর্যাদা ও সম্মান নষ্ট করা এবং আমার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক ও শুভাকাঙ্খীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেশে বিভিন্ন শ্রেনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি সাইবার সন্ত্রাসী চক্র জামায়াতে ইসলামীর ভুয়া প্যাড ও সহি স্বাক্ষর ব্যবহার করে এই মিথ্যা প্রচারণা করছে।


সম্পর্কিত খবর