বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং লিডারসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন শেখেরখীলের আবদুল আলিমের পুত্র মামুনুর রশীদ, বাঁশখালী পৌরসভার মৃত কালা মিয়ার পুত্র আমির হোসেন, সরল ইউপির আজগর হোসেনের পুত্র আসহাব উদ্দীন, মো. লোকমানের পুত্র মোস্তাক, বৈলছড়ি ইউপির শামসুল ইসলামের পুত্র তানভীরুল ইসলাম ছোটন, কালীপুর ইউপির মৃত নুরুল ইসলামের পুত্র মো. রাশেদ। গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তানভীরুল ইসলাম ছোটনকে চাম্বলে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ইভটিজিংয়ের অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।