শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অর্থনীতি

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে এলো ফের গুলি বিস্ফোরণের শব্দ

আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতাঃ মিয়ানমারের অভ্যন্তরে ক্ষুদ্রাস্ত্র ফায়ার শব্দ শোনা এসেছে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টা ৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি’র অধীনস্থ নিকুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪২ মিয়ানমারে অভ্যন্তরের অং জু ক্যাম্প এলাকা থেকে থেমে থেমে আনুঃ ৪/৫ রাউন্ড ফায়ারের শব্দ শোনা এসেছে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায়। উক্ত ফায়ারের কারণ এবং হতাহতের বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

ধারনা করা হচ্ছে, মিয়ানমার অভ‍্যন্তরে তাদের অভ‍্যন্তরীর সমস্যা নিয়ে প্রায় সময় গুলাগুলি এবং বিস্ফোরণের শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা আসছে,তবে এই সমস্যার কারণে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় কোন প্রভাব পড়ছে না বলে জানান, সীমান্তের কাছাকাছি বসবাসকারী, মোঃ রহমান, ফয়েজ উল্লাহ, মোঃ ফয়েজ উল্লাহ।


সম্পর্কিত খবর