শুক্রবার , ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফ

টেকনাফে অপহৃত কৃষকরা মুক্তিপন দিয়ে বাড়িতে ফিরে আসলো

টেকনাফে অপহৃত কৃষকরা মুক্তিপন দিয়ে বাড়িতে ফিরে আসলো

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অপহৃত ৯ কৃষক ২ লাখ ৭৪ হাজার টাকার বিনিময়ে ডাকাতের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন। সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে ডাকাতের কবল থেকে কৃষকরা ফিরে আসেন। বিষয়টি নিশ্চিত করেন ভিকটিম মো. আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল।
তিনি বলেন, গত শনিবার ২ নভেম্বর সকালে টেকনাফের হোয়াইক্যং করাচি পাড়ার পাহাড়ি সংলগ্ন এলাকায় ১০ কৃষক ক্ষেতের জমিতে কৃষি কাজ সহ পাহাড়ে  লাকড়ি সংগ্রহ করছেন। এ সময় আগে থেকে উৎপেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে ১০  কৃষককে ধরে নিয়ে যান।পরে কৌশলে একজন চলে এসেছিল। এ ঘটনার পরে  সোমবার সকাল ১০ টার দিকে ৯ কৃষক ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপনে তারা ডাকাতের হাত থেকে বাড়িতে ফিরে আসেন বলে তিনি জানায়।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহার হোসেন বলেন, অপহৃত কৃষককে উদ্ধারে আমরা শুরু থেকে পাহাড়ি এলাকায় সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ভিকটিমের পরিবারের মাধ্যমে জানলাম অপহৃত কৃষকরা সোমবার সকালে বাড়ুিতে ফিরে এসেছেন।


সম্পর্কিত খবর