বার্তা পরিবেশক:
টেকনাফ সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বিকাল ৩:০০ ঘটিকার সময় টেকনাফ প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি আমান উল্লাহ কবিরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সামী জাবেদ এর পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের উপদেষ্টা ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও টেকনাফ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আশেক উল্লাহ ফারুকী। সভায় সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, নির্বাহী সদস্য ফরিদুল আলম, সাদ্দাম হোসাইন, মাস্টার মোস্তাক আহমদ, মেহেদী হাছান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মতবিনিময় কালে নেতৃবৃন্দ বলেন একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা, গবেষণা ও কল্যাণ মুখি সংগঠন হিসেবে “টেকনাফ সাংবাদিক ফোরাম” ইতি মধ্যে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন কারী সাংবাদিকদের মনে সাড়া জাগিয়েছে। উক্ত সভায় “টেকনাফ সাংবাদিক ফোরাম” এর লক্ষ্য উদ্দেশ্যের প্রতি একমত হয়ে যারা সদস্য হওয়ার আবেদন করেছেন তাদের যাচাই বাছাই পূর্বক সদস্য ভর্তি সহ নবাগত সদস্য প্রত্যাশীদের সদস্য ভর্তির জন্য সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও মুহাম্মদ জুবাইরকে সদস্য সচিব করে সদস্য প্রত্যাশীদের ভর্তি কার্যক্রমের জন্য উপ-কমিটি ঘোষনা করা হয়। এছাড়া জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব করা হয় যাহা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পেশাগত গুণগত মর্যাদা রক্ষায় সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্ত হয়। ###
আরও
টেকনাফ সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত : সদস্য প্রত্যাশীদের যাচাই-বাছাইয়ে উপ কমিটি গঠিত
প্রকাশ : ৪ সপ্তাহ আগে