টেকনাফের হ্নীলায় ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন:
কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলুমতন্ত্রের অবসান ঘটানো হবে-কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান
ছৈয়দ আলম,কক্সবাজার :
বাংলার জমিনে মহাগ্রন্থ আল কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সকল অনাচার ও জুলুমতন্ত্রের অবসান ঘটানো হবে। বাংলাদেশের ইতিহাসে অপশাসনের কারণে পালিয়ে যাওয়ার সূচনা করেছে আওয়ামী লীগ। এটা ছিল তাদের দু:শাসনের প্রতিদান। আওয়ামী স্বৈরশাসক সাড়ে ১৫ বছর আমাদের উপর জেল-জুলুম, গুম খুনসহ বর্বরোচিত অত্যাচার চালিয়েছে, তারপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি।
খুনি হাসিনা এসব হুমকি ধমকি দিয়েও জামায়াত ইসলামীকে ১৫ মিনিটের জন্য দমিয়ে রাখতে পারেনি, উল্টো সে নিজেই দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আদর্শ নীতি নৈতিকতা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের প্রত্যেক নেতাকর্মি বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীতে এই জমিনে ইসলামী সমাজনীতি গঠন করে একটি সমৃদ্বশালী দেশ উপহার দিবে জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফের হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান উক্ত কথা বলেন। ১৫ নভেম্বর (শুক্রবার) আল ফালাহ একাডেমীর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে- কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন-জামায়াতে ইসলামী নামাজ রোজার মতই দ্বীন কায়েমকে ফরজ মনে করে। তাই আমাদেরকে জেল জুলুম নির্যাতনের ভয় দেখিয়ে এ পথ থেকে হঠানো যায়নি। তিনি বলেন-স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে বৈষম্য দূর হয়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারি জাহেদুল ইসলাম, উপজেলা আমীর অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী।
হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা ইব্রাহীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য ও উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান মাদানী, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, উলামা বিষয়ক দায়িত্বশীল মাওলানা আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি কেন্দ্রীয় শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক সরওয়ার কামাল সিকদার, অধ্যাপক জহির আহমদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হোছাইন, হোয়াইক্যং ইউনিয়ন আমীর মুহাম্মদ ইব্রাহিম খলিল, কক্সবাজার শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য বদিউল আলম, জামায়াত নেতা উপাধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদ তারেক, এডভোকেট মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তারেক, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, টেকনাফ পৌরসভা সভাপতি শাহ মুহাম্মদ জোবাইর, টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিন, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, সাবরাং ইউনিয়ন সভাপতি মাওলানা জহির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি জায়নাত উল্লাহ, উপজেলা শিবিরের সেক্রেটারি মোস্তফা জামান মানিক, হাবিব উল্লাহ, সাবেক ছাত্রনেতা ও হ্নীলা ইউনিয়ন যুববিভাগের সভাপতি মোকতার হোসাইন সোহেল, মাষ্টার ফরিদ আলম, কামাল হোছাইন, কামাল আহমদসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতিবৃন্দ।
দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে টেকনাফে এ বিশাল কর্মী সম্মেলনে হ্নীলা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
টেকনাফ
টেকনাফের হ্নীলায় ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন: কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলুমতন্ত্রের অবসান ঘটানো হবে-কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান
প্রকাশ : ৩ সপ্তাহ আগে