মোস্তাক আহমদ:
কক্সবাজার টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো: আবদুর রহমান (৪০) মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন।১৭ নভেম্বর সকাল ৯.৩০ মিনিটের দিকে বাড়ী থেকে টেকনাফ অফিসে যাওয়ার সময় মেরিন ড্রাইভ রোডের জাহাজপুরা নামক স্থানে বাইক দূর্ঘটনায় ঘটনাস্থলে ইন্তেকাল করেছেন। সে উখিয়া উপজেলা রুমখা মরিচ্যাপালং এলাকার আবদুল গফুরের পুত্র। মৃত্যু কালে স্ত্রী ও ৭ মাস বয়সী একমাত্র শিশূ সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরুহুমের ইন্তেকালে টেকনাফ ভিশন এর সম্পাদক ও ্রপকাশক সহ সংশ্লিষ্ট সকলে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.