রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ এ খান
জাহাঙ্গীর আলম , টেকনাফ :
মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালে সংগঠিত গনহত্যার পাশাপাশি ২০২৪ সালেও রাখাইনে চলমান সশস্ত্র সংঘাত ও গনহত্যার বিচারেরও দাবি জানিয়েছেন বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সফররত আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খানর সাথে বৈঠককালে রোহিঙ্গা কমিউনিটি লিডাররা এ দাবি জানান।
উখিয়া কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে আইসিসির প্রধান কৌঁসুলির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে
রোহিঙ্গাদের সাথে সংঘটিত গণহত্যার বিষয়ে তিনি কথা বলেন।
রোহিঙ্গা কমিউনিটি লিডাররা জানিয়েছেন ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সামরিক জান্তা যেরকম গনহত্যা চালিয়েছে বর্তমানে ২০২৪ সালে একই রকম গনহত্যা চালাচ্ছে আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক জান্তা বাহিনী। আইসিসির প্রধান কৌঁসুলিকে তারা চলমান গনহত্যার বিষয়ে জানিয়েছে।
এর আগে সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। সকাল সাড়ে নয়টার দিকে তিনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছেন। তার সাথে রয়েছেন ১৫ সদস্যের প্রতিনিধি দল।
শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, আইসিসি প্রধান প্রসিকিউটর গত সোমবার কক্সবাজার পৌঁছান। মঙ্গলবার সকালে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত এক ও চার নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে কথা বলেন।
মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নিতে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন তিনি। আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর।
২০১৭ সালের আগস্টের পর রাখাইন থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতাবিরোধী অপরাধ করেছে কি না,সেটির তদন্ত করছে আইসিসি সেটার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির এই প্রধান।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.