সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
প্রেস বিজ্ঞপ্তি:
চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মসজিদে হামলা ও পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে দেশের পতাকা অবমাননার দায়ে গ্রেফতার ও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত চিন্ময় কৃষ্ণ দাস কে কেন্দ্র করে সন্ত্রাসবাদী সংগঠন ইসকন কর্তৃক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে চট্টগ্রামে মসজিদে হামলা ও পৈশাচিকভাবে আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী দেশবিরোধী কর্মকাণ্ডের দায়ে সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করার দাবী জানান।
তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ধর্মবর্ণ নির্বিশেষে এক হয়ে লড়াই করেছি৷ গণবিপ্লব পরবর্তী সময়েও হিন্দুদের সর্বোচ্চ ধর্মীয় উৎসবে মুসলিম ধর্মাবলম্বীরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অথচ আজ প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিয়ে আদালত পাড়ায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে পৈশাচিক কায়দায় হত্যা, মসজিদ ভাংচুর ও মুসল্লীদের ওপর হামলা চালিয়ে ইসকন নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারো প্রমাণ করেছে।
এ সময় দাবী জানান, অনতিবিলম্বে সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাকাণ্ডে জড়িত সকল খুনীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতালিপ্সুদের আধিপত্য বিস্তারের চেষ্টা প্রতিহত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নাই। এমতাবস্থায় উশৃংখল ও সন্ত্রাসবাদীরা যেন আমাদের সে গৌরব ধ্বংস করতে না পারে সে বিষয়ে দেশের ছাত্র-জনতাকে সজাগ থেকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। পতিত ফ্যাসিস্ট ও দেশবিরোধীদের সকল চক্রান্ত এবং পাতানো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বার্তা প্রেরক
ইউসুফ মালিক
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.