টেকনাফে মতবিনিময় সভায় ওসি :
আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা
টেকনাফ ভিশন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে সাম্প্রতিক সময়ে অপহরণ, মানব পাচার, অস্ত্র, ইয়াবা ও আইনশৃঙ্খলা নিয়ে টেকনাফে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার দুপুরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন-টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন, তদন্ত কর্মকর্তা হিমেল রায়,
প্রবীণ সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম আজাদ, তাহের নাঈম, গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন ভুলু, ফরহাদ আমিন, নুরুল হোসাইন, জসিম মাহমুদ, মৌলভী মোঃ জুবায়ের, নাসির উদ্দিন, সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, মোহাম্মদ শহীদ, ওবাইদুর রহমান, মিজানুর রহমান, মোঃ ইব্রাহিম, সাইফুল ইসলাম প্রমূখ।
সভায় সাংবাদিকেরা বলেন, সাম্প্রতিক সময়ে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অপহরণ, মানব পাচার, অস্ত্র পাচার, ইয়াবা পাচার বেড়ে গেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে। এসব প্রতিরোধ পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে গোলটেবিল আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহবান জানানো হয়।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ৫ আগস্টের পরবর্তী সময় দেশের আইনশৃঙ্খলা কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল । এর সুযোগে বিভিন্ন ধরনের দুর্বৃত্ত, চোরাকারবারি, মাদক কারবারি ও অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন পয়েন্ট দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে অবৈধ অস্ত্রসহ মাদকদ্রব্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করান।এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীয় কিছু কিছু আটক করতে সক্ষম হয়েছে। সকলের সহযোগিতা পেলে এসব প্রতিরোধে পুলিশ দৃঢ়তার সাথে কাজ করবে।
ওসি আরও বলেন, অপরাধীরা যেই হউক না কেন, তাকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.