কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে নোঙর করা এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সোফিয়ার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে কিছুটা কমেছে আগুনের তীব্রতা।
নৌবাহিনী জানায়, আগুন নেভাতে কাজ করছে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের ২টি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের একটি জাহাজ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটা কমেছে।
রোববার (১৩ অক্টোবর) নৌবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এ্যাঙ্করেজের দক্ষিণে অবস্থানরত এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সোফিয়ার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের ২টি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের জাহাজ। গতকাল মধ্য রাতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বহিঃনোঙ্গরে টহলে থাকা নৌবাহিনী জাহাজ ‘শাপলা’। পরবর্তীতে নৌবাহিনীর আরও ৪টি জাহাজ ও কোস্ট গার্ডের ২টি জাহাজ আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
নৌবাহিনী ও কোস্ট গার্ডের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটা কমে এসেছে। এছাড়া জাহাজটিতে থাকা ২১ জন ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা প্রদান করছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের মেডিকেল দল। বর্তমানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের জাহাজও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে গতকাল শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এলপিজি বহনকারী জাহাজটাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.