প্রযোজনা প্রতিষ্ঠান কণ্ঠধী'র আয়োজনে মহানবী সা. কে নিবেদিত 'রাসুল আমার ভালোবাসা' শীর্ষক গ্রাফিতি প্রদর্শনী, প্রভাষণ ও না'ত আলেখ্য, গত ২৪ অক্টোবর২০২৪, বৃহস্পতিবার, বিকাল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছিলো বৃন্দ-তিলাওয়াত, শিশু-কিশোর ও দর্শকদের অংশগ্রহণে না'তে রাসুল পরিবেশনা সহ নানা আয়োজন।
শিল্পী ও সংগঠক সাইফুল্লাহ মুহাম্মদ সায়েমের স্বাগত ভাষণের পর কণ্ঠধী সভাপতি, কবি ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা শিশুদের অংকিত গ্রাফিতি ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন শিশু সংগঠক জুবায়ের আজম হেলালী।
'রাসুল আমার ভালোবাসা' শীর্ষক অনুষ্ঠানের আহবায়ক মুসতাফা মুনীরুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন কণ্ঠধী সেক্রেটারি বাচিকশিল্পী রাশেদ মুহাম্মদ। 'নারী ও শিশুদের দয়াময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' শীর্ষক প্রভাষণ উপস্থাপন করেন কথাশিল্পী ও অধ্যাপক তানবীর মুহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী মোহাম্মদ তোয়াহা, কবি ইকবাল করিম রিপন, সমাজ চিন্তক আজিজুল হক, সংগঠক হাসান হায়দরী, শিল্পী রাশেদুল হাসান চৌধুরী, বাচিকশিল্পী ইকবাল সাকি, কবি মাহবুবুল মাওলা রিপন, গীতিকার সুরকার শিল্পী মিজান রায়হান, অধ্যাপক আমীমুল এহসান, কাঞ্চি সম্পাদক আবু সাঈদ হাননান, শিল্পী শোয়েব বিন হাবীব, শিল্পী সুরকার গোলাম মোস্তফা, অধ্যক্ষ আরিফুল ইসলাম, ছড়াকার গবেষক শামস সাইমুম, মানবিক শামসুল আলম খান মুরাদ, শিল্পী নাসির উদ্দিন তালুকদার, গবেষক হানিফ মজুমদার, বাচিকশিল্পী শাওকী ইবনে সাফওয়ান, শিল্পী মুহামমদ ইবরাহীম, শিল্পী ও সংগঠক ইমদাদুল হক, শিল্পী সাইমুম মুর্তাজা, শিল্পী ও শিক্ষক মুহাম্মদ আবদুল্লাহ্, শিল্পী শাব্বির আহমদ প্রমুখ।
শিশুদের পরিবেশনায় নাত ও যৌথ-তেলাওয়াতের পর শুরু হয় চট্টগ্রামের প্রতিভাবান তরুণ নাশিদ শিল্পীদের পরিবেশনায় না'ত আলেখ্যানুষ্ঠান 'রাসুল আমার ভালোবাসা - সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।'
গ্রাফিতি ও ক্যালিগ্রাফি প্রদর্শনীতে চট্টগ্রামের নামকরা শিল্পীদের পাশাপাশি শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ ছিলো লক্ষ্যনীয়। এছাড়াও ছিলো সীরাত গ্রন্থ প্রদর্শনীসহ মিনি গ্রন্থমেলা। কণ্ঠধী আয়োজিত 'রাসুল আমার ভালোবাসা' অনুষ্ঠানে সকল বয়সী দর্শকদের পাশাপাশি নারী ও শিশুদের অংশগ্রহণে এক পারিবারিক আবহ সৃষ্টি হয়।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.