৮ দফা দাবিতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সনাতনী জাগরন মঞ্চের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪। লালদিঘী ময়দানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাসমাবেশ শেষে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে স্থাপিত ইতিহাস ও ঐতিহ্য চত্ত্বরে জাতীয় পতাকার উপরে সনাতনী গেরুয়া পতাকা স্থাপন করে একদল অতিউৎসাহী সনাতনী হিন্দু তরুণ।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। জাতীয় পতাকার প্রতি অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। চট্টগ্রাম পোস্টের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন মোসলেহ উদ্দিন তুহিন, আবদুর তুষার, আউয়াল হোসেন, রনিউজ্জামান তারেক, মেসবাহুল ইসলাম, তরুন বিশ্বাস, রাজিব ধর, শাহীন খান, অনুপম সমাদ্দার। সোশাল মিডিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনরা মনে করেন, এ ধরনের অবিমৃষ্যকারিতায় সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশীদেরকে তাবৎ বিশ্বের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করেছে। পাশাপাশি একে গভীর ষড়যন্ত্র মনে করেন অধিকাংশরা।