নিজস্ব প্রতিবেদক: কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট চলছে। ফলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে। বেসরকারি ডিপো থেকে বন্দরে আসছেনা কোনো রপ্তানি পণ্য এবং আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে।
তবে সাইফ পাওয়ার টেক পরিচালিত এনসিটি এবং সিসিটিতে কার্যক্রম চলছে। সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেবল মাত্র চট্রগ্রাম বন্দরের সাইফ পাওয়ার টেক পরিচালিত সিসিটি ও এনসিটিতে বিশেষ ব্যবস্থপনায় অপারেশন কার্যক্রম চালু আছে।
নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি প্রদানের দাবিতে
চলছে প্রাইমমুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের এই ধর্মঘট। সমস্যা সমাধানে চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন বন্দর কতৃপক্ষ।
এর আগে একাধিকবার ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.