মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ বছর পূর্বে হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন মোহাম্মদ ইমাম শরীফ নামে এক জামায়াত কর্মী। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানকে প্রধান আসামী দিয়ে ৬২ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার এজাহারসূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় বাদামতলী এলাকায় মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মাত্র জামায়াত কর্মী ইমাম শরীফকে আগে থেকে ওঁৎপেতে থাকা লোকজন হটাৎ আক্রমন করে জোরপূর্বক সিএনজি অটোরিকসা যোগে বড়তাকিয়া আফরোজা গার্ডেন ক্লাবের পেছনে বিবাদীদের তৈরি করা আয়নাঘরে নিয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র নিয়ে অমানুষিক নির্যাতন করে হত্যার চেষ্টা করেন। এসময় তার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা, মানিব্যাগ ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
মামলার বাদি মো. ইমাম হাসান শরীফ জানান, জামায়াত সমর্থন করায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ২০০৮ সাল থেকে অত্যাচার, নির্যাতন করে আসছে। বিভিন্ন সময় না পেয়ে আমার পরিবারের উপরও অত্যাচার করেছে। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর হত্যার জন্য অমানুষিক নির্যাতন করে। এরপর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে দেশত্যাগে বাধ্য হই। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গত ২৯ অক্টোবর দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, মো. ইমাম হাসান শরীফ নামে একজন বাদি হয়ে গত ২৯ অক্টোবর ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৪৫জনকে আসামী করে একটি মামলা (নং ২৩) দায়ের করেন। মামলায় এজাহারনামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2024 Teknafvision.com. All rights reserved.