মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে মৎস্য বিভাগের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, ইলিশ ও সামুদ্রিক মাছ আহরণে ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ ও ৪০ কেজি বরফ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বরফ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়েছে এবং জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন কোস্টগার্ডের মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিন।
© ২০২৪ টেকনাফ ভিশন- সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Copyright © 2025 Teknafvision.com. All rights reserved.