রকিব উদ্দিন রকি, (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজাই মং মারমার বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংক্যজ চৌধুরী এবং উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী। অভিমং চৌধুরী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর ছেলে এবং অংক্যজ চৌধুরী তার ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার মহাজনপাড়া এলাকায় বিএনপি নেতা সাজাই মং মারমার বাড়িতে হামলা চালান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীরা। হামলা এবং ভাঙচুরের পাশাপাশি অভিযুক্তরা সাজাই মংকে প্রাণনাশের হুমকিও দেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন, ২৩ সেপ্টেম্বর, সাজাই মং নিজে বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা (মামলা নম্বর-০২, তারিখ-২৩.০৯.২০২৪) দায়ের করেন। মামলায় গ্রেফতার হওয়া দুইজনসহ আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জামিন চেয়ে রাঙামাটি আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে, আসামিরা ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ও জানালা ভাঙচুর করে এবং বাড়ির লোকজনকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। পরে তারা বিএনপি নেতা সাজাই মংকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ এ বিষয়ে বলেন, উপজেলা বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় ২৩ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন এবং গ্রেফতারি আদেশ দেন। তবে আমরা এখনো মামলার পূর্ণাঙ্গ কাগজপত্র হাতে পাইনি।