বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

জেলা-উপজেলা

রাঙ্গুনিয়ার ‘খাঁ মসজিদ’ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

 

রাঙ্গুনিয়া উপজেলাধীন ৬নং পোমরা ইউনিয়নস্থ “খাঁ মসজিদ” একটি ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের ব্যবস্থাপনায় মোতোয়াল্লী পরিবারকে অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছিত করে চর দখলের মতো মসজিদ দখল করে নেয় আওয়ামী ফ্যাসিবাদের দোসর ভোটবিহীন চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, তার ছেলে জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, আবদুস সাত্তারসহ আরো ৯/১০ জন অসাধু স্বার্থান্বেষী ব্যক্তি। তাদের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে মোতোয়াল্লী পরিবারের নিকট মসজিদ পরিচালনার দায়িত্ব হস্তান্তরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে আজল উদ্দীন ওয়াকফ এস্টেট মোতোয়াল্লী পরিবার।

আজ (৩০ অক্টোবর, বুধবার) সকাল ১১টায় দৈনিক আজাদীর হলরুমে খাঁ মসজিদ মোতোয়াল্লী দ্বারা পরিচালনার দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোতোয়াল্লী পরিবারের সদস্য মোহাম্মদ মাহামুদুর রহমান খতিব। এ সময় উপস্থিত ছিলেন মোতোয়াল্লী পরিবারের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান খতিব, হাফেজ আবদুল করিম, মোহাম্মদ আবদুল ছবুর, মোহাম্মদ হারুন, হামিদুর রহমান, মোহাম্মদ খোরশেদ আলম ও আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মরহুম আজল উদ্দিন খতিবের মৃত্যুর পর বংশ পরম্পরায় আইনানুগ ওয়ারিশগণ মোতোয়াল্লী নিযুক্ত হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা ও মিস মামলার রায়ও আমাদের পক্ষে এসেছে।

এতদসত্ত্বেও জহির আহমদ চৌধুরী গং প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে মোতোয়াল্লী পরিবারকে মসজিদের খেদমত করা থেকে নানা কুটকৌশলে নিবৃত করে রেখেছেন। সম্প্রতি এ অবৈধ দখলদার গং মোতোয়াল্লী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

অবৈধ দখলদার গং উদ্যত হয়ে মরহুম হাফেজ মাওলানা মমতাজুর রহমান খতিবের কবরের সমাধিফলকে মোতোয়াল্লী ও নামটি কালো রঙ দিয়ে মুছে দেয়। মোতোয়াল্লী পরিবারের সদস্যদের জীবন ও জানমালের নিরাপত্তা এবং ওয়াকফ এস্টেট পরিচালনায় আদালতের রায় বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের হাত থেকে ঐতিহাসিক খাঁ মসজিদকে রক্ষা করা এবং মোতোয়াল্লী পরিবারের তত্ত্বাবধানে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।


সম্পর্কিত খবর