টেকনাফে পৃথক অভিযানে মাদক বোঝাই মোটর বাইকসহ গ্রেফতার-২
মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই মোটর বাইক ও আইসসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৭ই নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি টহলদল কক্সবাজারগামী একটি সন্দেহভাজন মোটর সাইকেল থামিয়ে চালক সাবরাং আলীর ডেইলের উমর মিয়ার পুত্র সৈয়দ আমিন (৩৬) কে জিজ্ঞাসাবাদ চালায়। এক পর্যায়ে উক্ত মোটর সাইকেল চালকের স্বীকারোক্তিতে মোটর সাইকেলের চেইন কভারের পাশে শকজ বারের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া চালককে মোটর সাইকেলসহ আটকের পর তার নিকট হতে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যা পৌনে ৭টারদিকে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে ১ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী এলাকা দিয়ে মাদকের চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির ২টি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান এবং নৌ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ১জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে ১টি পোটলা হাতে নিয়ে বড়ইতলী এলাকার দিকে আসতে দেখে গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব হতেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে ঘেরাও পূর্বক টেকনাফ সদর ইউপির বড়ইতলীর মৃত ফেরদৌসের পুত্র মোঃ আঃ রহমান (৪৫) কে আটক করতে সক্ষম হয়। পরে উক্ত ব্যক্তির হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১.০৬০ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ,(বিজিবিএমএস) জানান,পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবা, মোটর সাইকেল, মোবাইল ফোন এবং আইসসহ আটক আসামীদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###