রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

টেকনাফ

টেকনাফ বীচ পয়েন্ট : গোসল করতে নেমে সমুদ্রের পানির স্রোতে ভেসে মৃত-১, নিখোঁজ -২

oplus_1024

টেকনাফ বীচ পয়েন্ট :
গোসল করতে নেমে সমুদ্রের পানির স্রোতে ভেসে মৃত-১, নিখোঁজ -২

জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ :

টেকনাফ বীচ পয়েন্টে গোসল করতে নেমে সমুদ্রের পানির স্রোতে ভেসে একজন মাদ্রাসা ছাত্র নূর কামাল (১২) মারা গেছেন। সে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খুনকার পাড়ার আবুল কালামের ছেলে।
নিখোঁজ রয়েছেন আরো দু “মাদ্রাসা ছাত্র একি গ্রামের মোহাম্মদ নজিরের ছেলে নজরুল ইসলাম(১৩) ও কোরবান আলীর ছেলে ইমরান(১২)। ২৪ নভেম্বর রবিবার
সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার সদর ইউপি স্থ মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণ পাশে খোনকার পাড়া নারিকেল বাগানের ঘাটে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
স্থানীয় জনগণ এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মাধ্যমে জানা যায় যে, ২৪ নভেম্বর সকাল অনুমান সাড়ে ১১ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের খুনকারপাড়া মৌলভী ইলিয়াসের মাদ্রাসার হেফজ বিভাগের১০-১৫ জন শিক্ষার্থী মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণ পাশে খুনকার পাড়া নারিকেল বাগানের ঘাটে সমুদ্রের তীরে ফুটবল খেলছিল। পরবর্তীতে ফুটবল খেলা শেষ হলে নুর কামাল(১২), নজরুল ইসলাম(১৩) ও ইমরান (১২) সমুদ্রের পানিতে গোসল করতে নামলে সমুদ্রের তীব্র স্রোতের কারণে এই তিনজন তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিম নূর কামালকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুজন নিখোঁজ ভিকটিম নজরুল ইসলাম এবং ইমরান কে উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের টিম কাজ করছে বলেও জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


সম্পর্কিত খবর