বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

জামায়াতের হিন্দু শাখার কমিটি

রংপুরের পীরগাছায় জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার হিন্দু কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা জামায়াত অফিসে এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের নাম ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার। আর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ।

তিনি জানান, পীরগাছা সদর ইউনিয়ন কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশচন্দ্র বর্মণ সভাপতি এবং ওষুধ ব্যবসায়ী বিজনচন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপসচন্দ্র রায়, সহসম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষচন্দ্র বর্মণ।

এর আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।


সম্পর্কিত খবর