হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী পূর্বসূরি আলেম মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর উদ্ধৃতি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলাম সকল ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না। জামায়াতে ইসলাম মদিনার ইসলাম চায়না, তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। শুক্রবার হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী মিজান ময়দানে শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য। আমাদেরকে ভ্রান্ত আক্বিদার দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। ফেনী জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত শানের সালাত সম্মেলনে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, আল্লামা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা নূর হোসাইন নূরানিসহ বাংলাদেশের অনেক শীর্ষ ওলামায়ে কেরাম। আমীরে হেফাজতের বক্তব্যের সময় হাজার হাজার জনতা নয়ারে তাকবীরের শ্লোগানের মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানান।