রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে টেকনাফ বাহারছড়ার ৯ নং ওয়ার্ড নোয়াখালীর আব্দুল আলীর বক্তব্য
ডেস্কে রিপোর্ট :
টেকনাফের বাহারছড়া উপকূল থেকে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে জড়িত নয় এমন লোকজনের নামে সংবাদ পরিবেশন করায় বিস্ময় প্রকাশ করেছেন স্হানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল আলী। তিনি জানান, গত ১৫ জানুয়ারি বুধবার দুপুরে বাঘঘোনা নৌকা ঘাট সংলগ্ন শাহজাহানের পানের বরজ হতে ৩৮ জন রোহিঙ্গা আটক করে পুলিশ।
পরবর্তী সময়ে এসব বিষয়ে আইনী প্রক্রিয়া শেষ করে প্রশাসন। এই অনুপ্রবেশের ঘটনায় কোনভাবেই সম্পৃক্ত না থাকা সত্ত্বেও কিছু কুচক্রী মহল আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ও সুনাম নষ্ট করতে অপপ্রচার চালিয়ে হয়রানি করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরো জানান, মূলত বাহার ছড়া ৯ নং ওয়ার্ড নোয়াখালী জুম্মা পাড়ার মৃত মমতাজ মিয়ার পুত্র শাহাজান, মৃত জবর মুলুকের পুত্র মুহিত ও টেকনাফ সদর ইউপির ১নং ওয়ার্ড রাজার ছড়ার ইলিয়াসের পুত্র বক্কর যোগসাজশে অর্থেরলোভে মিয়ানমার থেকে দালালের মাধ্যমে প্রতিনিয়ত মিয়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ করে যাচ্ছে। ওই বাঘঘোনা নৌকা ঘাটের বর্তমান সভাপতি হানিফ এসব সিন্ডিকেটের আশ্রয় দাতা ও সরাসরি নিজস্ব নৌকায় মিয়ানমার কেন্দ্রিক চোরাচালান ও মানবপাচারের হোতা। এসব পাচারকারীরা নিজেদের নাম আড়াল করতেই
উক্ত ঘটনায় আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচার করা হচ্ছে। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
বিস্তারিত ভিডিও চিত্রে..