বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার

কক্সবাজারে ধর্ষণ মামলয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দিদার’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

কক্সবাজারে ধর্ষণ মামলয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দিদার’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজারে ধর্ষণ মামলয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ দিদার’(৩৪)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫৷ সদস্যরা।
সে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বানিয়ারছড়া গ্রামের
জাফর আলম”র ছেলে।
র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কর্নফুলী থানার মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করে।
র‌্যাব-১৫ কক্সবাজার অফিসের
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০২৩ সালের ৮ জানুয়ারী সন্ধ্যার দিকে কক্সবাজার সদর থানার ভারুয়াখালী ইউপিস্থ বানিয়াপাড়ার এক কিশোরীকে তার বাড়ির সামনে থেকে একই গ্রামের জাফর আলমের তিন পুত্র মোহাম্মদ সাদেক, মোহাম্মদ বেদার ও মোহাম্মদ দিদার পরস্পর সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে মোহাম্মদ সাদেক অপহৃত কিশোরী’কে ধর্ষণ করে। উক্ত অপহরণ ও ধর্ষণের প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ অক্টোবর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ মামলাটির চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে। অবশেষে মামলা রুজুর ১ বছর ১ মাস পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিজ্ঞ বিচারক আসামি মোহাম্মদ সাদেক’কে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও নগদ ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং অপর ৩ আসামি জাফর আলম, মোহাম্মদ বেদার ও মোহাম্মদ দিদার কে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা,অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। বিজ্ঞ আদালতের রায়ের পরপরই আসামীরা কক্সবাজার ছেড়ে দ্রুত পালিয়ে যায় এবং চট্টগ্রামে আত্মগোপন করছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করে। ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব -১৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


সম্পর্কিত খবর