টেকনাফে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
ছৈয়দ আলম :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে টেকনাফে ফুটবল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৪ টায়
উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া, পর্যটন ও শিক্ষার মাধ্যমে টেকনাফকে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী, খেলোয়াড় ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক, রোহিঙ্গা ও অপহরণ বন্ধে কার্যত শক্তিশালী উদ্যােগ নেয়া হয়েছে সেটা সবাইকে নিয়ে বাস্তবায়ন করে একটি মডেল উপজেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম।
ক্রীড়া ব্যক্তিত্ব জামাল উদ্দিন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তাহের নঈম, ছৈয়দ আলম, গিয়াস উদ্দিন ভুলু, নাছির উদ্দিন রাজ, মুহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, নাগরিক কমিটির প্রতিনিধি সায়েম সিকদার ও টেকনাফ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ সাগর।
উদ্বোধনী খেলায় হ্নীলা ইউনিয়ন ফুটবল দলকে ১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন ফুটবল দল।
মোট ৮টি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে শনিবার থেকে শুরু হওয়া উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, হ্নীলা উচ্চ বিদ্যালয়, বাহারছড়া শামলাপুর মাঠ ও টেকনাফ বীচ পয়েন্টে খেলা অনুষ্ঠিত হবে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, কক্সবাজার রেফারী এসোসিয়েশন এর ফরহাদুজ্জামান, আব্দু শুক্কুর ও শামসুল আলম আমিন। ধারাভাষ্যে ছিলেন, নোমান হাশেমী ও আব্দুল খালেক গণি।