বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপরাধ

শতবর্ষী নুর মোহাম্মদের ঘর থেকে ৩ ভরি স্বর্ণ ও ২০ হাজার নগদ টাকা হাতিয়ে নিয়েছে রোহিঙ্গা যুবক আব্দুর রহমান

শতবর্ষী নুর মোহাম্মদের ঘর থেকে ৩ ভরি স্বর্ণ ও ২০ হাজার নগদ টাকা হাতিয়ে নিয়েছে রোহিঙ্গা যুবক আব্দুর রহমান
টেকনাফ ভিশন ডেস্ক :

শতবর্ষী নুর মোহাম্মদের ঘর থেকে ৩ ভরি স্বর্ণ ও ২০ হাজার নগদ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রোহিঙ্গা যুবক আব্দুর রহমান (৩০) বিরুদ্ধে। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লেদা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের রশিদ আহমদ এর ছেলে।
গত ২৪ নভেম্বর বিকাল অনুমান সাড়ে ৩ টার সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিস্থ খুরাবুইজ্জা পাড়া এলাকায় বাদীর নিজ বসত বাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে গত ২৭ নভেম্বর বুধবার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শতবর্ষী নুর মোহাম্মদ।
এতে উল্লেখ করা হয়, বিবাদী আব্দুর রহমানের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে বাদির বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করে। সেই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর বিকাল অনুমান সাড়ে ৩ সময় আব্দুর রহমান তার অসৎ উদ্দেশ্য পূরনের জন্য বাদীর অগোচরে বিভিন্ন কৌশলে শতবর্ষী নুর মোহাম্মদের নিজ বসত বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণ। যার মূল্য প্রায় ৩ লাখ ৮০ টাকা চুরি করে নিয়া যায়। পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত আবদর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন ধরনের যোগাযোগ করছে না। এরপর থেকে আবর ব্য রহমদনের ব্যবহৃত মোবাইল নং ০১৮৪৬৫৫১২০৮ এবং ০১৮৯৭০১২৭৭৩ নাম্বারে একাধিকবার কল করলেও উক্ত নাম্বার গুলোতে কোন ধরনের সংযোগ পাওয়া যাচ্ছে না । এই ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা হয়। তারা থানায় অভিযোগ করার পরামর্শ প্রদান করেন। এমতাবস্থায় আব্দুর রহমানকে প্রধান আসামি করে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ বিষয়ে জানান জন্য মোবাইলে সংযোগ না পাওয়ায় আব্দুর রহমানের বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার এএসআই রিপন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হচ্ছে।
বিষয়টি সদর বিবেচনা করে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার ও বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন শতবর্ষী নুর মোহাম্মদ।


সম্পর্কিত খবর