ওপারের পরপর বিকট শব্দে : কেঁপে উঠলো এপার
টেকনাফ ভিশন ডেস্ক :
টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারে পরপর বিকট শব্দ শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (28নভেম্বর) দিবাগত রাত ৮টায় ৪৫ ঘটিকায় মিয়ানমার সীমান্থ থেকে পরপর বিকট শব্দে শব্দে এপারের পথচারী সহ সাধারণ মানুষ আতঙ্কে ছুটাছুটি করছে।
সেই শব্দে এপারে কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।
শাহপরীরদ্বীপের বাসিন্দা আজম উল্লাজ জানান পরপর ৩টি বিকট শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ আতঙ্কে ছুটাছুটি করতে দেখা গেছে।
টেকনাফ সদরের তুলাতলীর জাহেদ উল্লাহ নামে আরেক বাসিন্দা বলেন, এইরকম শব্দ এর আগে শুনেনি। মনে হচ্ছিল বিকট শব্দে ঘরবাড়ি ভেঙে পড়বে।
এই বিষয়ে তাৎক্ষনিক দায়িত্বশীয়র কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।