সবঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম আসর। এবারের আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ফিরে পেয়েছেন এসকিউ স্পোর্টস। টুর্নামেন্টের প্রথম দুই আসরে চিটাগং কিংস নামে অংশ গ্রহণ করেছিল দল। দ্বিতীয় আসরে ফাইনালেও উঠেছিল দলটি।
দীর্ঘ দিন পর বিপিএলে ফিরে একের পর এক চমক দেখিয়ে দুর্দান্ত দল গঠন করেছে চিটাগং কিংস। সরাসরি চুক্তিতে ৮ জন এবং ড্রাফট থেকে ১২ জন, মোট ২০ জন ক্রিকেটারকে নিয়ে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দলটির সবচেয়ে বড় শক্তি হলো অভিজ্ঞতা। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ দলে রয়েছেন বেশ কয়েকজন প্রতিষ্ঠিত অলরাউন্ডার। তারা হলেন, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এক নজরে দেখে নিন চিটাগং কিংসের স্কোয়াড:
বিদেশি ক্রিকেটার: মঈন আলী (ইংল্যান্ড), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), উসমান খান (পাকিস্তান) , হায়দার আলী (পাকিস্তান) , বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)।
দেশি ক্রিকেটার: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
উল্লেখ্য, চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শন টেইট। টিম ডিরেক্টর হিসেবে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।