বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপরাধ

টেকনাফ জাহাঁলিয়া ও রাজারছড়া সংলগ্ন পাহাড়ে মানব ও মাদক পাচার ঘাঁটিতে পরিনত

টেকনাফ জাহাঁলিয়া ও রাজারছড়া সংলগ্ন পাহাড়ে মানব ও মাদক পাচার ঘাঁটিতে পরিনত
মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :

টেকনাফ সদর জাহালিয়া পাড়া ও রাজারাজড়া সংলগ্ন পাহাড়ে মানব ও মাদক পাচারের ঘাঁটিতে পরিনত হয়েছে। সূত্র জানায়,স্থানীয় এবং রোহিঙ্গা ক্যাম্পের দালালের সমন্বয়ে গঠিত হয়েছে মানব ও মাদক পাচারকারী শক্তিশালী চক্র। জাহাঁলিয়া ও রাজারাজড়া গভীর পাহাড়ে মানব ও মাদক পাচারের উদ্দেশ্যে আস্তানা নির্মাণ করে রোহিঙ্গা নারী ও পুরুষকে পাচারে মওজুদ করে রাখা হয়েছে। নিরাপদে পাচার ও ডাকাতি লক্ষ্যে ভারী অস্ত্র ও দারালো অস্ত্র মওজুদ করে রাখা হয়েছে। অতি সম্প্রতি রাজারছড়া ও নোয়াখালী পাড়ার মধ্যবর্তী পাহাড়ে মানব ও মাদক পাচারের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনাও ঘটেছে। যা নিয়ে গত বুধবার উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় জোরালোভাবে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।স্থানীয় সচেতন কয়েকজন নাগরিক জানান,জাহাঁলিয়া পাড়া সংলগ্ন পাহাড়টি এখন ডাকাতের স্বর্গ রাজ্যে পরিনত এবং মানব ও মাদক পাচার ছাড়া ও অপহরণ বানিজ্য গড়ে উঠেছে।স্থানীয়রা জান ও মালের নিরাপত্তার জনিত কারনে কেউ মুখ খুলছেনা। সূত্র মতে ২১জন মানব ও মাদক পাচারকারী সিন্ডিকেট এর মাধ্যমে এ অপকর্ম অব্যাহত রয়েছে। সাগর উপকূল দিয়ে মালয়েশিয়া মানব ও মাদক পাচারের উদ্দেশ্যে শীত মওসুমকে নিরাপদ মনে করছে ওরা।


সম্পর্কিত খবর